নিউজ ডেস্ক: সুন্দরবনের জঙ্গলে বাঘের সংখ্যা জানতে শুরু হয়ে গেল ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ক্যামেরা বসানো। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের সংখ্যা নির্ধারণের জন্য এই ক্যামেরা বসানো হবে। ৪৫ দিন ট্র্যাপ ক্যামেরা থাকবে সুন্দরবনে। এরপর সেগুলি তোলা হবে আগামী বছরের ৬ জানুয়ারি থেকে ১২ জানুয়ারির মধ্যে।
প্রসঙ্গত, সুন্দরবনের বনাঞ্চল রয়েছে ১০৮১৩ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। যার মধ্যে ভারতে রয়েছে ৪৭২৬ বর্গ কিলোমিটার এলাকা, অর্থাৎ ৩৮ শতাংশ ভারতের মধ্যে রয়েছে। বাকিটা রয়েছে বাংলাদেশে। ভারতের মধ্যে থাকা পুরো সুন্দরবন জঙ্গল জুড়েই এই ক্যামেরাগুলি বসানো হবে।
এ প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার জেলা বন আধিকারক নিশা গোস্বামী জানান, এবছর ট্র্যাপ ক্যামেরার সংখ্যা গতবারের তুলনায় বাড়ানো হয়েছে। সুন্দরবনের চারটি রেঞ্জে প্রায় ১২০০ টির মতো ট্র্যাপ ক্যামেরা বসানো হবে। এগুলি হল সজনেখালি, গোসাবা বাঘনা এবং বিদ্যা রেঞ্জ। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের অধীনে রায়দিঘী রেঞ্জ, রামগঙ্গা রেঞ্জে ১৪০ টি করে ট্র্যাপ ক্যামেরা বসানো হবে। জঙ্গলে কোথায় বেশি বাঘ ঘোরাঘুরি করছে তা এই ক্যামেরার মাধ্যমে সহজেই রেকর্ড করা যাবে।