নিউজ ডেস্ক: শীত প্রায় এসেই গিয়েছে। আসন্ন ডিসেম্বর ও জানুয়ারির মাসে দিঘা, মন্দারমণি, তাজপুর,শঙ্করপুর সহ সৈকত জুড়ে পর্যটকদের ভিড় বাড়বে বলেই অনুমান করা হচ্ছে। গত কয়েক বছরের ট্রেন্ড অন্তত সেটাই বলছে। তাই এই সব সৈকতে বিশেষ নজর দিচ্ছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও জেলা প্রশাসন। আর সেই জন্যই মন্দারমণি থেকে দিঘা যাওয়ার ‘মেরিন ড্রাইভ’ (সৈকত সুন্দরী) মেরামত করার কাজ শুরু হয়েছে।
৭.৬ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গিয়েছে। ১২ কোটি টাকা খরচ হচ্ছে এই রাস্তা মেরামত করতে। আরও বেশি চওড়া হবে রাস্তা। আড়াই মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। এই রাস্তা তৈরি করার জন্যে ‘হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন’ ও স্থানীয় বাসিন্দাদের তরফে অনেক দিনের দাবি ছিল। যে জায়গা দিয়ে এই রাস্তা গিয়েছে, সেখানে জমি নিয়ে একটা সমস্যা ছিল। সেটা মিটে যাওয়ার পর রাস্তার কাজ শুরু হচ্ছে।