নিউজ ডেস্ক: ডানার প্রভাব কাটিয়ে উঠতে না উঠতে ফের ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ২৩ তারিখ শনিবার সেটি নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘ফেনজল’। নাম দিয়েছে সৌদি আরব। কিন্তু কোন কোন রাজ্যে এর সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে? হাওয়া অফিসের পক্ষ থেকে জানানও হয়েছে নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে। পাশাপাশি প্রভাব পড়তে পারে শ্রীলঙ্কার উত্তর উপকূলেও। তবে বঙ্গে এর প্রভাব কি পড়তে চলেছে তা এখনও অবধি স্পষ্ট নয়।
এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মৎসজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বঙ্গে ‘ফেনজলে’র প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। বঙ্গে বর্তমানে যে ধরনের বায়ুপ্রবাহ চলছে, তাতে ঘূর্ণিঝড় তৈরি হলে তা রাজ্যে আছড়ে পড়বে না বলেই অনুমান। নিম্নচাপেরও খুব একটা প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। আগামী কয়েক দিন তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না। কয়েকটি জেলায় সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলবে। বেলায় আকাশ পরিষ্কার হবে।