নিউজ ডেস্ক: বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাম ছাত্র সংগঠনের সমর্থকদের হাতাহাতি। বিশ্বভারতীতে রাজনীতি করছে বিজেপি, অভিযোগ বাম ছাত্র সংগঠনের। শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের কর্মকর্তা অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। অবস্থান বিক্ষোভ শুরু করেন সিপিএমের ছাত্র সংগঠনের সদস্যরা। বিশ্বভারতীর প্রেক্ষাগৃহের ভেতরেই আলোচনা চলাকালীন স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএফআইয়ের পড়ুয়ারা ৷ তাঁদের রুখতে গেলে পড়ুয়াদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের ৷
জানা গেছে, শুক্রবার বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে বাংলা-সহ অন্যান্য বেশ কয়েকটি ভাষাকে ‘ধ্রুপদী’ ভাষার স্বীকৃতি দেওয়া সংক্রান্ত বিষয়ে একটি আলোচনাসভা চলছিল ৷ এই ভাষাগুলি কীভাবে সমৃদ্ধ হবে, তা নিয়ে এদিন বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে একটি আলোচনা সভার আয়োজন করা হয়৷ এই আলোচনা সভার আয়োজন করে বিশ্বভারতী ও নতুন শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশন। এই অনুষ্ঠানে অংশ নেন শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের কর্মকর্তা অনির্বাণ গঙ্গোপাধ্যায় । তিনি লিপিকা প্রেক্ষাগৃহে পৌঁছতেই তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান এসএফআই সমর্থিত বিশ্বভারতীর পড়ুয়ারা৷ তাঁদের বাধা দেন বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা ৷ আর এতেই রীতিমতো ধস্তাধস্তি হয় পড়ুয়া ও নিরাপত্তারক্ষীদের মধ্যে ৷ এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী। হাতে ব্যানার-পোস্টার নিয়ে চলে বিক্ষোভ।