নিউজ ডেস্ক: রাত পোহালেই গণনা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রের ২০০ মিটার। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। গণনা শুরু হবে সকাল আটটা থেকে। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের ছয়টি জায়গায় উপ- নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামীকাল। গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকবে নতুন ধারা অনুযায়ী ১৬৩ ধারা। প্রথম স্তরে থাকছে রাজ্য পুলিস। রাজ্যের লাঠিধারী এবং এএসআই পদাধিকারী পুলিসেরা থাকবেন। এরপর দ্বিতীয় স্তরে থাকবেন রাজ্য পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। আর একেবারে শেষ স্তরে থাকবেন কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী।
গণনা কেন্দ্রের ভিতর থাকছে সিসিটিভি, গণনা কেন্দ্রে কোনও রকম ওয়েবকাস্টিং হবে না। প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালট তারপরেই শুরু হবে ইভিএমের ভোট গণনার কাজ। পোস্টাল ব্যালেট গোনা হবে মূল ঘরের পাশে একটি ঘরে। স্ট্রংরুম থেকে এক এক করে আনা হবে ইভিএম এবং কমিশনের নিয়ম ও আইন অনুযায়ী গণনা করা হবে। সবকটি ইভিএম গণনা হয়ে গেলে সেটি আসবে কাউন্টিং অবজারভারের টেবিলে। কাউনটিং অবসরভার এবং রিটার্নিং অফিসার সমস্ত খতিয়ে দেখে তারপর ফলাফল ঘোষণা করবেন।
তবে এবার তৃণমূলের গলায় একেবারে উল্টো সুর। নেতারা বলছেন, তৃণমূল জয়ের ব্যাপারে ভাবছে না, জয়ের ব্যবধান কতটা বেশি হবে সে নিয়েই ভাবনা। তৃণমূলের দাবি পশ্চিমবাংলার মাটি বিজেপির কাছে দুর্জয় ঘাঁটি হয়েই রয়ে যাবে। পাশাপাশি সিপিএমের কোনও অস্তিত্ব থাকবে না বলে দাবি দলের নেতাদের। এখন দেখার শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসে!