নিউজ ডেস্ক: কলকাতা মেট্রোর অন্যতম বড় প্রকল্প জোকা–বিবাদী বাগ মেট্রো লাইন, যা বর্তমানে পার্পল লাইন নামে পরিচিত। এই রেলপথের সম্প্রসারণ কাজ চলছে, যেখানে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সংযোগ স্থাপন করা হবে। প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ ভিক্টোরিয়া মেট্রো স্টেশন, যা মাটির ১৭ মিটার নিচে অবস্থিত হবে। স্টেশনের নির্মাণকাজ পুরোদমে চলছে। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত টানেলের কাজ আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে।
মার্চের শেষ বা এপ্রিলের শুরুর দিকে বোরিং মেশিন নিয়ে টানেলের খনন কাজ ভিক্টোরিয়ার দিকে এগিয়ে আনা হবে। এই কাজের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল বা আশেপাশের কোনও স্থাপত্যের ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবং সময়ে সময়ে পরীক্ষা-নিরীক্ষাও চালানো হয়েছে। এই প্রকল্পের জন্য কোনো গাছ কাটা হয়নি। বৈজ্ঞানিক পদ্ধতিতে ৯৪৬টি গাছ অন্যত্র সরিয়ে নিয়ে রোপণ করা হয়েছে, যাতে শহরের সৌন্দর্যায়ন ও পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এসপ্ল্যানেড স্টেশনের কাজ শুরু হওয়ার আগে সেনাবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। ময়দানের সেনা-নিয়ন্ত্রিত অঞ্চলে মেট্রো নির্মাণ সম্ভব না হওয়ায় রেলপথ মাটির তল দিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসপ্ল্যানেড স্টেশনের নির্মাণ কাজের জন্য ধর্মতলা বাস স্ট্যান্ড সাময়িকভাবে সরিয়ে কার্জন পার্কে স্থানান্তরিত করা হবে।
কাজ সম্পূর্ণ হলে আবার বাস স্ট্যান্ড আগের জায়গায় ফিরিয়ে আনা হবে। শুক্রবার নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্প সম্পূর্ণ করতে প্রায় তিন বছর সময় লাগতে পারে। সাংবাদিক সম্মেলনে চিফ প্রজেক্ট ম্যানেজার বিপিন কুমার এবং মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, পার্পল লাইনের পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড স্টেশন পরস্পরের সঙ্গে যুক্ত হবে, যা কলকাতা শহরের পরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল করবে।