নিউজ ডেস্ক: বাংলার ছয় কেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছে গত ১৩ নভেম্বর। ঠিক ১০ দিন পরা ফল প্রকাশ হচ্ছে। আজ রাজ্যের মোট ছ’টি কেন্দ্রের উপ নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে শনিবার। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট ও সিতাইয়ের বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে।
মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণা আজ । ইতিমধ্যেই গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রবেশ করেছে কাউন্টিং এজেন্টরাও। দুটি হল ঘরে ১৮ টা টেবিলে ৩০৪টি বুথের গণনা হবে। তাছাড়া একটি টেবিলে পি ভি প্যাড এবং একটি টেবিলে পোস্টাল ব্যালটের গণনা হবে। অন্যদিকে, মোট ১৪ রাউন্ড ভোট গণনা হবে হাড়োয়ায়। ২০টি গণনা টেবিলে থাকছেন মোট ২৪০ জন গণনা কর্মী। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম, বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজি, কংগ্রেসের প্রার্থী হাবিব রেজা চৌধুরী ও বিজেপির প্রার্থী বিমল দাস। নৈহাটিতে মোট ১০ রাউন্ড গণনা চলবে। স্টেডিয়ামের ভিতরে এক কোম্পানি ফোর্স এবং বাইরে প্রায় ৩০০-র বেশি পুলিশ মোতায়ন করা রয়েছে। সিতাই বিধানসভা আসনে ১২ রাউন্ড ভোট গণনা হবে। মাদারিহাটে ৯ রাউন্ড গণনা হবে।
সিতাইয়ের ভোট গণনা হবে দিনহাটা কলেজে। মাদারিহাটের ভোট গোনা হবে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে। নৈহাটি বিধানসভার উপনির্বাচনের গণনাকেন্দ্র বঙ্কিমঞ্জলি স্টেডিয়াম। হাড়োয়ার ভোট গোনা হবে হাড়োয়া পিজি হাই স্কুলে। মেদিনীপুর কেন্দ্রের ভোটগণনা হবে মেদিনীপুর কলেজ। এবং তালড্যাংরার ভোট গোনা হবে সিমলাপাল মদনমোহন হাই স্কুলে।
উল্লেখ্য, চলতি বছরেই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন। দিল্লির মসনদে নরেন্দ্র মোদী ফিরলেও বাংলার ছবিতে কোনও বদল হয়নি। ঘাসফুলের জয়জয়কার দেখেছে বাংলা। সেই ফল প্রকাশের কয়েক মাস পরই বাংলায় সম্পন্ন হল উপ নির্বাচন। আজ, শনিবার সেই ভোটেরই ফল প্রকাশ। তবে গত কয়েক মাসে আরজি কর কাণ্ডের প্রতিবাদ-আন্দোলনে মুখর হয়েছে বাংলা, ভোটে কি তার কোনও প্রভাব পড়ল? জানা যাবে আজই।