নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে গণনার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই। ১১টি আসনে এগিয়ে বিজেপি। ১০টি আসনে এগিয়ে কংগ্রেস জোট। ঝাড়খণ্ডে ৯টি আসনে এগিয়ে বিজেপি জোট। ১০টি আসনে এগিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট।
সারা দেশের নজর থাকবে এই বিধানসভার ফলাফলের দিকে ৷ এখনও পর্যন্ত বুথফেরত সমীক্ষা অনুযায়ী, মহাযুতি ও এমভিএ জোটের মধ্যে যে জোটই জয়ী হোক না কেন- তেমন উল্লেখযোগ্য ফারাক থাকবে না ৷ তাই সমীক্ষা যদি সত্যি হয়, তাহলে কোন জোটের কাছেই স্পষ্ট সংখ্যা গরিষ্ঠতা না থাকলে ফের মহা-গোলমালের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷ এ রাজ্যে অবশ্য তা নতুন কোনও ঘটনা নয় ৷