নিউজ ডেস্ক: শুরু হয়েছে গণনা। নৈহাটি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালটে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় রাউন্ডের শেষে নৈহাটিতে তৃণমূল ৮৮৫৩ ভোটে এগিয়ে। সেখানে এগিয়ে দলের প্রার্থী সনৎ দে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে পোস্টাল ভোটেও এগিয়ে তৃণমূল। এগিয়ে শেখ রবিউল ইসলাম। তালডাংরা আসনেও এগিয়ে গেল তৃণমূল। এগিয়ে দলের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু।
রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হতে চলেছে আজ। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ফল প্রকাশিত হতে চলেছে। এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে জিতে, সাংসদ হয়েছেন। ফলে, তাঁদের বিধানসভা কেন্দ্রগুলি বিধায়কশূন্য় হয়ে পড়ে ছিল।
পার্থ ভৌমিক ব্য়ারাকপুরের সাংসদ হয়ে যাওয়ায়, বিধায়কশূন্য় ছিল নৈহাটি। জুন মালিয়া মেদিনীপুর কেন্দ্র থেকে লোকসভা ভোটে জয়ী হওয়ায়, মেদিনীপুর বিধানসভা কেন্দ্র বিধায়কহীন ছিল। তালডাংরার তৎকালীন তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী, বর্তমানে সাংসদ। সিতাইয়ের বিধায়ক ছিলেন জগদীশ বর্মা বসুনিয়া। গত লোকসভা ভোটে জিতে, বর্তমানে তিনি কোচবিহারের সাংসদ। একইভাবে, মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জিতে, সাংসদ হয়েছেন। ফলে, মাদারিহাট কেন্দ্রে উপনির্বাচন হয়। তবে, বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। হাড়োয়া আসনের বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ হয়েছিলেন তিনি। যে ছয়টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়, তার মধ্য়ে গতবার পাঁচটিতে জিতেছিল তৃণমূল। শুধুমাত্র মাদারিহাট ছিল বিজেপি-র দখলে।