নিউজ ডেস্ক: সাতসকালে মেট্রো বিভ্রাট। দমদম থেকে কবি সুভাষ ব্যাহত পরিষেবা। সিগন্যাল ব্যবস্থায় গোলযোগের জেরে এই লাইনে মেট্রো চলাচল থমকে গিয়েছে। আজ শনিবার সকালে অফিস যাত্রীদের শোভাবাজার সুতানুটি স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে। তবে কবি সুভাষ থেকে দমদমের দিকে ট্রেন যাতায়াত করছে। বারবার মেট্রো রেলে এমন বিভ্রাট দেখা দেওয়ায় যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মেট্রো স্টেশন থেকে সকল যাত্রীকে বেরিয়ে যেতে বলা হয়েছে। স্টেশনের বোর্ডে লিখে দেওয়া হয়েছে ‘পরিষেবা বন্ধ’ আছে।
শনিবার সকালে ৭ টা ৫-এ দমদম থেকে ছাড়া মেট্রোটি শোভাবাজার গিয়ে থেমে যায়। মেট্রো ও স্টেশনে ঘোষণা করা হয় আপাতত পরিষেবা বন্ধ, ট্রেন ছাড়তে দেরি হবে। তবে কী কারণে এই বিভ্রাট তা স্পষ্ট করে বলেনি কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, সিগন্যাল ব্যবস্থায় গোলযোগের জেরে ব্যাহত হয় পরিষেবা। গন্ডগোলের জেরে স্বাভাবিকভাবেই বাকি স্টেশনগুলোতে ট্রেন ঢোকেনি। ভিড় বাড়তে থাকে সব স্টেশনেই।
অন্যদিকে এই পরিস্থিতিতে পড়ে বেশ চাপে পড়ে যান নিত্যযাত্রীরা। প্রত্যেক পরিকল্পনা ঘেঁটে যায়। কিছু যাত্রী বিক্ষোভ দেখিয়েছেন। তবে সেসবে তেমন কর্ণপাত করেননি মেট্রো রেলের কর্মীরা। কারণ আগে তাঁরা পরিস্থিতির মোকাবিলা করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন।