নিউজ ডেস্ক: প্রথম রাউন্ডের গণনার পর তৃণমূলের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বললেন, ”বড় মার্জিনে জিতব বলেই আশা করছি।” সিতাই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। লোকসভা ভোটে লড়ার জন্য সেই পদ ছাড়তে হয় তাঁকে। সেই কেন্দ্রেই আজ উপ নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে। তবে শুধু সিতাই-ই নয় উপনির্বাচনে রাজ্যের ছয় আসনেই এগিয়ে তৃণমূল। নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, মেদিনীপুর, সিতাই এবং মাদারিহাটে এগিয়ে জোড়াফুল শিবির।
প্রথম রাউন্ডের শেষে মেদিনীপুরে ৫০০০ ভোটে এগিয়ে তৃণমূল। মাদারিহাটে প্রথম রাউন্ডের শেষে ৫০০০ ভোটে এগিয়ে তৃণমূল। সিতাইয়ে প্রথম রাউন্ডের শেষে ১৫, ৩০০ ভোটে এগিয়ে তৃণমূল। তালডাংরায় প্রথম রাউন্ডের শেষে ৩৩০০ ভোটে এগিয়ে তৃণমূল। নৈহাটিতে তৃতীয় রাউন্ডের শেষে ১৪, ৬৯০ ভোটে এগিয়ে তৃণমূল। প্রথম রাউন্ড গণনার শেষে হাড়োয়ায় ৭০০০ ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ।