নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে, সে দিকেই তাকিয়ে গোটা দেশ। উদ্বেগ ও উৎকন্ঠায় বিজেপি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-সহ সব রাজনৈতিক দল। ঝাড়খণ্ডে এবার দুই দফায় ভোটগ্রহণ হয়েছে, ১৩ ও ২০ নভেম্বর। প্রাথমিকভাবে ঝাড়খণ্ডে এগিয়ে রয়েছে বিজেপি-এনডিএ জোট।
ঝাড়খণ্ডে মোট বিধানসভা আসনের সংখ্যা ৮১টি, এর মধ্যে প্রথম দফায় ৪৩টিতে ভোটগ্রহণ হয়েছে, দ্বিতীয় দফায় ৩৮টি বিধানসভা আসনে হয়েছে ভোটগ্রহণ। ২০১৯-এর বিধানসভা ভোটে ঝাড়খণ্ডে প্রায় সাড়ে ৩৫ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়েছিল জেএমএম-কংগ্রেস-আরজেডি-র ‘মহাজোট’। এ বারও তিন দল একসঙ্গে লড়ছে। সঙ্গে পেয়েছে বাম দল সিপিআইএমএল (লিবারেশন)-কে। কিন্তু ২০১৯ সালের তুলনায় এ বারের চিত্রটা খানিক আলাদা। জয় নিয়ে আশাবাদী বিজেপি-এনডিএ শিবির। ৮১ আসনের ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২ আসন।