নিউজ ডেস্ক: ভোরে ও রাতে অনুভূত হচ্ছে শীত, আবার দিনের বেলায় উধাও হচ্ছে ঠান্ডা। গরম অবশ্য অনুভূত হচ্ছে না, আবহাওয়া রয়েছে মনোরমই। কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে। উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে এখন কনকনে ঠান্ডা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি।
এই আবহে বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপটি গভীর নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে সেভাবে পড়বে না। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন রাজ্যে তাপমাত্রারও খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে। কয়েকটি জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। পূর্বাভাস মতোই, শনিবার সকালেও কলকাতা-সহ বিভিন্ন জেলায় শীতের আমেজ অনুভূত হয়েছে।