নিউজ ডেস্ক: ছোটপর্দায় আবারও সঞ্চালনায় ফিরছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ১ ডিসেম্বর থেকে অভিনেত্রীকে প্রতি দিন ছোট পর্দায় দেখবেন দর্শক। আসছে সান বাংলার নতুন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। এত দিন গেম শো-এর সঞ্চালিকা হিসাবে ছোট পর্দায় একাই বিরাজ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে কি ‘দিদি নম্বর ১’-এর সঙ্গে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে? ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রিয়্যালিটি শো-এর প্রোমো। এই শো-এ দেখা মিলবে বাংলার ঘরের লক্ষ্মীদের। অর্থাত্ বাড়ির মেয়ে বউদের।
চারটে রাউন্ডে খেলা হবে। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। প্রতি পর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী থাকবেন। কাউকেই খালি হাতে ফিরতে হবে না। গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে থাকবেন জাতীয়পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
এই গেম-শো নিয়ে উনি বলেন, “নন ফিকশন শোয়ের সঞ্চালনার ইচ্ছে বরাবরই ছিল। সুযোগও এসেছিল, কিন্তু শেষমেশ আর হয়ে ওঠেনি। শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় যখন এই শোয়ের প্রস্তাব এল তখন আমিও রাজি হয়ে গেলাম। কারণ এই শোয়ে সঞ্চালিকাকে যেভাবে দেখানো হবে, তা খুব অন্যরকম। যা আমার চিন্তাধারার সঙ্গে মিলে যায়। আশাকরি, এই শোয়ের মাধ্যমে দর্শকের আরও ভালবাসা পাব।”