নিউজ ডেস্ক: বাড়ছে তৃণমূলের ব্যবধান। অষ্টম রাউন্ড শেষে ৪০৪৩৬ ভোটে এগিয়ে নৈহাটি বিধান সভার তৃনমুল প্রার্থী সনৎ দে। সিতাই বিধানসভা কেন্দ্রে পঞ্চম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী ৬০৫৯৩ ভোটে এগিয়ে। মেদিনীপুর পঞ্চম রাউন্ড গণনা শেষে তৃণমূল এগিয়ে ১৩৭১৬ ভোটে। হাড়োয়ায় ৫ রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ৫২,৫৯৭ ভোটে।
পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গণনার প্রাথমিক প্রবণতা অনুসারে ৬টি আসনেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালের ভোটে এই ৬টি আসনের মধ্যে পাঁচটিতে জয়ী হয় তৃণমূল। এক মাত্র কেন্দ্র মাদারিহাট বিজেপির দখলে থাকে। গত ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্র— সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়ায় উপনির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। শনিবার এই ছয় কেন্দ্রের ফলপ্রকাশ।