নিউজ ডেস্ক: কেরলের ওয়ানাড সংসদীয় আসনের উপনির্বাচনে এক লক্ষ ভোটের ব্যবধান পেরিয়ে গেলেন প্রিয়াঙ্কা গান্ধী। মাস ছয়েক আগে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি উত্তরপ্রদেশের রায়বরেলিতেও জয়লাভ করেছিলেন। রায়বরেলি রেখে ওয়ানাড বোন প্রিয়াঙ্কাকে ছেড়ে দেন তিনি। সেখানেই উপনির্বাচনে লাখের ব্যবধান পেরিয়ে গেলেন প্রিয়াঙ্কা। অনেকটাই পিছিয়ে পড়েছেন সিপিআই-এর এস মোকেরি এবং বিজেপির নব্যা হরিদাস। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কা ১,২৪,৮৫৬ ভোটে এগিয়ে রয়েছেন।
অন্যদিকে, মহারাষ্ট্র বিধানসভার ২৮৮ আসনে সংখ্যাগরিষ্ঠতার ‘জাদুসংখ্যা’ ১৪৫। ইতিমধ্যেই সেই ম্যাজিক ফিগার অতিক্রম করেছে মহাযুতি জোট। শুরুও হয়েছে মিষ্টি বিতরণ। নির্বাচন কমিশনের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, মহাযুতি সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ১৪৫ অতিক্রম করেছে। এগিয়ে থাকা ১৭১টির মধ্যে বিজেপি এগিয়ে ৯০টি আসনে, শিবসেনা ৪৯ ও এনসিপি ৩২টি আসনে। মহা বিকাশ আঘাড়ি ৪৭টি আসনে এগিয়ে রয়েছে। শিবসেনা (উদ্ধব শিবির) ১৮, কংগ্রেস ১৭, এনসিপি-এসসিপি ১২। অন্যান্যরা এবং নির্দল ১৮টি আসনে এগিয়ে রয়েছে।