নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের কেদারনাথ বিধানসভা আসনের উপনির্বাচনে ৩২৮৬টি ভোট পেয়ে বিজেপি প্রার্থী আশা নটিয়াল এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী মনোজ রাওয়াতের থেকে।
উল্লেখ্য, শনিবার সকাল ৮টা থেকে অগস্ত্যমুনিতে ক্রীড়া দফতরের কমপ্লেক্সে কড়া নিরাপত্তায় ভোটগণনা শুরু হয়। প্রথম রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী আশা নটিয়াল ৩২৮৬টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। কংগ্রেসের মনোজ রাওয়াত পেয়েছেন ২২৮১টি ভোট এবং নির্দল প্রার্থী ত্রিভুবন পেয়েছেন ২০৩৭টি ভোট। উত্তরাখণ্ড ক্রান্তি দলের ডাঃ আশুতোষ ভান্ডারি পেয়েছেন ১২১টি ভোট, আরপি সিং ৬৯টি এবং প্রদীপ রোশন ৬৭টি ভোট পেয়েছেন।