নিউজ ডেস্ক: সিতাইয়ে শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের উল্লাস। বাজি ফাটিয়ে সবুজ আবির খেলে উল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের। উপস্থিত তৃণমূল কংগ্রেস সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে দ্বাদশ রাউন্ড শেষে ১ লক্ষ ৩০ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়।
সিতাই এর পাশাপাশি মেদিনীপুর, তালডাংরা, নৈহাটিতেও রীতিমতো সেলিব্রেশন মুডে দেখা গিয়েছে শাসকদলের কর্মী সমর্থকদের। কোথাও তাসা বাজিয়ে, কোথায় আবির উড়িয়ে কোথাও বা ঢাক-কাঁসর বাজিয়ে ইতিমধ্যেই বিজয়োৎসব শুরু হয়ে গিয়েছে। কমিশন সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী, হাড়োয়ায় তৃণমূল ৪১ হাজার, সিতাইয়ে প্রায় ৭০ হাজার, নৈহাটিতে প্রায় ৩২ হাজার, মেদিনীপুরে ১৭ হাজার, তালডাংরায় ৯ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃৃণমূলের প্রার্থী। যে মাদারিহাটে গতবারে বিজেপি জয়ী হয়েছিল সেখানে তৃণমূল প্রার্থী প্রায় ১৫ হাজার ভোটে এগিয়ে। এবং হাড়োয়াতে বিজেপিতে টপকে দ্বিতীয়স্থানে উঠে এসেছে আইএসএফ।
উল্লেখ্য, মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টেপ্পো ৩০হাজারের বেশি ভোটে জয়ী। এর আগে লাগাতার এই আসনে জয়ী হয়ে এসেছে বিজেপি। লোকসভা ভোটেও এই আসনে এগিয়ে ছিল মাদারিহাটে। কিন্তু এবারের ফলাফল একেবারে অন্য।