নিউজ ডেস্ক: কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। শীতের আমেজও অনুভূত হবে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে মূলত শুষ্কই। আগামী ৪-৫ দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। নতুন করে তাপমাত্রা খুব বেশি কমে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই।
সোমবারও কলকাতা-সহ বিভিন্ন জেলায় শীতের আমেজ অনুভূত হয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবারেই শহরের তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে নেমেছে। যা এই মরশুমের সবচেয়ে কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে পারদ পতনের পাশাপাশি কুয়াশার সতর্কতা রয়েছে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় সকালবেলায় কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে সোমবার সকালে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে।