নিউজ ডেস্ক: কলকাতার বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি ডেকরেটার্স সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন। গতকাল রাতের এই ঘটনার পরেই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা আকাশ। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ন’টি ইঞ্জিন। এ দিকে, আগুনের জেরে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কারণ যে গোডাউনে আগুন লেগেছে তার গা ঘেষে আরও একাধিক বাড়ি-ফ্ল্যাট রয়েছে। আগুনের জেরে গোডাউনের দেওয়ালেও ফাটল ধরতে শুরু করেছে। এমনকী আগুনের প্রখর তাপে পাশের বাড়ির একটি জানলার প্লাস্টিক গলে গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এলাকার কাউন্সিলর।
গোডাউনের পাশেই এলাকার এক বাসিন্দার গ্যারাজ রয়েছে। তিনি বলেন, “আমরা খবর পেয়েছি পৌনে দশটা নাগাদ। আমি গাড়ি ঢোকাতে গিয়ে দেখি আগুন লেগে গিয়েছে। সঙ্গে সঙ্গে দমকল ডাকা হয়। বুঝতে পারছি না কখন আগুন নিভবে।” জানা গিয়েছে, এ দিন, রাত্রিবেলা প্রথমে পোড়া গন্ধ পান এলাকাবাসী। তারপর দেখা যায় কোনওভাবে আগুন লেগে গিয়েছে ওই গোডাউনে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। শুধু তাই নয়, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোডাউনের দেওয়ালে ফাটল ধরতে শুরু করেছিল।
স্থানীয় সূত্রে খবর, এই গোডাউনে বাঁশ-কাঠ-কাপড় মজুত থাকত। মুলত প্যান্ডেল করার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন সেই সকল সামগ্রী মজুত থাকত এই গোডাউনে। ফলত, আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও দমকলের চেষ্টায় শেষমেশ নিয়ন্ত্রণে এসেছে আগুন।