নিউজ ডেস্ক: সাতসকালে রুবির ধারে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। কীভাবে মৃত্যু, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে পথচারীরা প্রথমে একটি স্কুটার পড়ে থাকতে দেখেন। তখনও তাঁরা দেহ দেখতে পাননি। পরে তাঁরা দেখতে পান রাস্তার ধারে পড়ে রয়েছে এক যুবকের দেহও। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আদৌ দুর্ঘটনা নাকি খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে সেটাই দেখা হচ্ছে। আপাতত দেহটি শনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ। আশপাশের দোকানিদেরও জিজ্ঞাসাবাদ করেছেন, কেউ কিছু দেখেছেন কিনা। তদন্তকারীরা মনে করছেন, ঘটনার অনেক রাতের হতে পারে। সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজই একমাত্র ভরসা।