নিউজ ডেস্ক: আজ, ২৫ নভেম্বর থেকে বসছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। এই অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল সহ মোট ১৬টি বিল উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। সদ্য সমাপ্ত মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই অধিবেশন। পাশাপাশি, এই অধিবেশনেই কেন্দ্রের তরফে ওয়াকফ সংশোধনী বিল আনার পরিকল্পনা রয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা-বিতর্ক চলছে।
এই অধিবেশনে (Parliament Winter Session) ওয়াকফ সংশোধনী বিল এবং বিপর্যয় ব্যবস্থাপনা (সংশোধনী) বিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আলোচনা ও বিবেচনার জন্য আসতে পারে। লোকসভায় পেশ করা হবে ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল এবং রেলওয়ে আইন সংশোধনী বিল। এছাড়া, সরকারের “এক দেশ এক নির্বাচন” বিলটি এই অধিবেশনে পেশ করার সম্ভাবনা রয়েছে। ব্যাঙ্কিং আইন সংশোধনী বিলটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইন, ব্যাঙ্কিং প্রবিধান আইন, রাষ্ট্রীয় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইন, এবং ব্যাঙ্কিং কোম্পানির আইন সংশোধন করবে। রাজ্যসভায় ২০২৪ সালের ভারতীয় বায়ুযান বিধেয়ক পেশ করা হবে, যা বিমান চলাচল, ডিজাইন, নির্মাণ, রক্ষণাবেক্ষণ, ব্যবহার, অপারেশন, বিক্রয়, রফতানি ও আমদানির নিয়ন্ত্রণ এবং নিয়মনিষেধ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবে। সরকার যে বিতর্কিত ওয়াকফ বিল এই অধিবেশনেই পাশ করাতে আগ্রহী বিজেপির একাধিক সূত্র থেকে তার আভাস মিলেছে। ওয়াকফ ইস্যুতে সরকার পিছু হটবে না, শনিবারই স্পষ্ট করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ওয়াকফ বিল ছাড়াও মোট ১৬টি বিল নিয়ে সংসদে আলোচনা হতে চলেছে শীতকালীন অধিবেশনে। এই ১৬টি বিলের মধ্যে রয়েছে পাঁচটি রয়েছে নতুন বিল। বাকি ১১টা বিল লোকসভা কিংবা রাজ্যসভায় মুলতুবি রয়েছে। নতুন বিলের মধ্যে রয়েছে সমবায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত বিলও। সংশোধনী বিলের মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা, রেলওয়ে এবং ব্যাঙ্কিং পরিষেবা বিল।