নিউজ ডেস্ক: মার্ডার-মিস্ট্রি সিরিজ দিয়ে ওটিটি দুনিয়ায় পা রাখলেন ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু৷ হইচই-তে আসছে নতুন ওয়েব সিরিজ ‘কালরাত্রি’ ৷ মুখ্যচরিত্রে সৌমিতৃষ্ণা ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইন্দ্রাশিস রায়, রাজদীপ গুপ্ত, রূপাঞ্জনা মিত্র, অনুজয় চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে ৷ বহুদিন ধরে দর্শকরা অধীরে অপেক্ষা করে রয়েছেন সৌমিতৃষা কুণ্ডুর ওয়েব ডেবিউর। জি বাংলার মিঠাই দিয়ে দর্শক মনে জায়গা করে নেওয়ার পর, বড় পর্দায় দেবের নায়িকা হিসেবে দেখা গিয়েছে সৌমিতৃষাকে। আর এবারে তিনি আসছেন হইচইয়ের ওয়েব সিরিজ কালরাত্রিতে।
প্রসঙ্গত, তিনি দেবের সঙ্গে (Dev) কাজ করেছেন প্রথম ছবিতে। ‘প্রধান’-এর নায়িকা হিসেবেই দেখা গিয়েছে তাঁকে। আর এবার, প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। আর নায়িকার এই নতুন কাজে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন দেব। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই শুভেচ্ছাবার্তা শেয়ার করে নিলেন উচ্ছ্বসিত সৌমিতৃষা। সঙ্গে সঙ্গে তিনি দেবকেও শুভেচ্ছা জানালেন ‘খাদান’-এর জন্য।
সব মিলিয়ে নতুন প্রোজেক্ট নিয়ে উচ্ছ্বসিত প্রধান অভিনেত্রী ৷ তিনি বলেন, “কালরাত্রি আমার কাছে স্পেশাল প্রোজেক্ট ৷ একদিকে ওয়েব দুনিয়ায় পা রাখা অন্যদিকে হইচই-এর সঙ্গে কাজ ৷ সব মিলিয়ে খুব এক্সাইটেড ৷ এই সিরিজে আমার চরিত্রের নাম দেবী ৷ এই চরিত্রের একাধিক স্তর রয়েছে ৷ তা সিরিজের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসবে ৷ আশা করছি দেবী চরিত্রে দর্শকদের ভালোবাসা পাব ৷”