নিউজ ডেস্ক: চলন্ত ট্রেনের উপর ছিঁড়ে পড়ল ২৫ হাজার ভোল্টের তার। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেলে বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস। সোমবার সকালে বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশে রওনা দিতেই দুর্ঘটনার কবলে পড়ে তেভাগা এক্সপ্রেস। ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের পোলানপুরে। ঘটনার পরেই রেল ইলেক্ট্রিফিকেশনের ওই তার মেরামতির কাজ শুরু করেছে। দীর্ঘক্ষণ ধরে ট্রেন আটকে থাকার কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। রামপুর সহ একাধিক স্টেশনে যাত্রীরা অপেক্ষারত অবস্থায় ছিলেন। কী কারণে ইলেকট্রিক তার ছিঁড়ে গেল, তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।
জানা গিয়েছে, এদিন ভোর ৫ টা ৪৫ মিনিটে বালুরঘাট থেকে রওনা দিয়েছিল তেভাগা এক্সপ্রেস। সকাল ছয়টার পরই মল্লিকপুর স্টেশন পার করে রামপুর স্টেশনের আগেই পোলানপুরে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারটিকে মেরামত করার প্রক্রিয়া শুরু হয়। এদিকে পরে মালদা থেকে আরো একটি ইঞ্জিন আসে ঘটনস্থলে। নির্দিষ্ট সময়ের প্রায় তিন ঘণ্টা পর অন্য ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে গন্তব্যস্থলের দিকে রওনা দেয়।