নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কাটরায় মাতা বৈষ্ণো দেবী রোপওয়ে প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ দেখালেন সাধারণ মানুষ। বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। বিগত ৩ দিন ধরে এই প্রতিবাদ চলছিল, কিন্তু সোমবার বেশ কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। এরপরই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। মাতা বৈষ্ণো দেবী রোপওয়ে প্রকল্প চাইছেন না তাঁরা।
পুলিশের পক্ষ থেকে সবাইকে শান্ত হওয়ার আবেদন জানানো হয়। রিয়েসির এসএসপি পরমবীর সিং বলেছেন, “এখানে মানুষজন গত ৩ দিন ধরে বিক্ষোভ করছে। সোমবার তাদের মধ্যে কয়েকজন পুলিশ টিমকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে, আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি, আশা করছি, খুব শীঘ্রই স্বাভাবিক হবে।”