নিউজ ডেস্ক: সিঙ্গাপুরের রিসর্টস ওয়ার্ল্ড সেন্টোসায় সোমবার দোম্মারাজু গুকেশের ওপর নজর গোটা বিশ্বের দাবাপ্রেমীদের। তাঁরা নিশ্চয়ই নিঃশ্বাস বন্ধ রেখে খেয়াল রাখবেন ৬৪ খোপের বোর্ডে। আর রুদ্ধশ্বাস এই খেলা স্মরণে রেখে এদিন গুগুল তৈরি করল তার ডুডল।
ভারতীয় দাবা ভক্তেরা উৎসাহী থাকবেন আরও বেশি। কারণ, ১৮ বছরের গুকেশ যে ইতিহাস গড়ে ফেলতেই পারেন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে। সোমবার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্বের সেরা দাবাড়ু হওয়ার লড়াই, মুখোমুখি গুকেশ এবং চ্যাম্পিয়ন দিং লিরেন। ১৯৮৫ সালে গ্যারি কাসপারভ যখন আনাতোলি কারপভকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন, তখন তাঁর বয়স ছিল ২২ বছর। সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি চেন্নাইয়ের টিনএজারের সামনে।