নিউজ ডেস্ক: শ্ৰীভূমি জেলা সদরের উপকণ্ঠ বাকরশালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্ম হয়ে গেছে একটি রবার ফ্যাক্টরি। ঘটনা আজ সোমবার বিকালে জাতীয় সড়ক সংলগ্ন বাবা হোটেলের কাছে সংঘটিত হয়েছে। আগুনে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফ্যাক্টরির স্বত্বাধিকারী ফারুক আহমেদ।
রবারের জ্বালানি থেকে আগুনের সূত্ৰপাত বলে মনে করছেন স্থানীয়রা। তবে দমকল বা পুলিশ প্রশাসনের কাছ থেকে এখনও অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীভূমি সদর থেকে দুটি ইঞ্জিন নিয়ে অকুস্থলে দ্রুত ছুটে যায় অগ্নিনির্বাপণ বাহিনী। তবে অগ্নিনির্বাপণ বাহিনী পৌঁছার আগেই গোটা ফ্যাক্টরিটি পুড়ে ভস্ম হয়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তদন্ত শুরু করেছে শ্রীভূমি সদর থানার পুলিশ।