নিউজ ডেস্ক: ‘এটা আমাদের গল্প’, চলতি বছরই পরিচালক মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি মুক্তি পেতেই সেটা ঘিরে হইচই পড়ে গিয়েছিল। প্রথম ছবিতেই বড়সড় সাফল্যের মুখ দেখেন পরিচালক মানসী। আর এবার আসতে চলেছে তাঁর দ্বিতীয় ছবি ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। ২০ ডিসেম্বর, প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবিটি।
সদ্য প্রকাশ্যে এসেছে এই ছবির চরিত্রদের লুক। এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherji), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), চন্দন সেন (Chandan Sen), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), অন্বেষা হাজরা (Awnesha Hazra), পায়েল মুখোপাধ্যায় (Payel Mukherjee), সায়ন সূর্য (Sayan Surjya) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। এই সিনেমার গল্প একটি পুরনো বাড়িকে ঘিরে, যে বাড়ি ফিরে পেতে চায় সেই বাড়িরই নতুন প্রজন্ম। একজন চিকিৎসক এবং একজন আইনজীবীর পরামর্শে এই বাড়ি ফিরত পেতে চায় তাঁরা। একটা মানবিক দিক রয়েছে এই গল্পের যা মানুষের মন ছুঁয়ে যাবে বলেই পরিচালকের আশা। সদ্যই মুক্তি পেয়েছে এই সিনেমার প্রথম পোস্টার। সেখানে দেখা যাচ্ছে সমস্ত চরিত্রদেরই। প্রত্যেকেরই লুকে রয়েছে চমক।
জানা যাচ্ছে, ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ ছবিটিতে উঠে আসবে ২ তুতো ভাই বোনের কথা যাঁরা তাঁদের পুরোনো পৈতৃক ভিটে ফিরে পেতে গিয়ে নানা সমস্যা, জটিলতার মধ্যে পরে। এরপর চিকিৎসক, উকিল এবং নিজেদের বন্ধু-বান্ধবের চেষ্টায় তাঁরা সেই সমস্যা থেকে বের হতে সক্ষম হন। আর এসবের মাঝেই নস্টালজিয়া, অতীতের সঙ্গে বর্তমানে যোগ, এবং সম্পর্কের নানা টানাপোড়েন, রসায়ন উঠে আসবে এই ছবিতে।