নিউজ ডেস্ক: রবিবার দিন রাতের নাইজেরিয়া-আইভরি কোস্ট ম্যাচে (ম্যাচটি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বের ম্যাচ) নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয়েছে আইভরি কোস্ট। আর এটাই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর। সেই সঙ্গে ভেঙে গেল দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়ার বিশ্ব রেকর্ড। উল্লেখ্য প্রতিপক্ষ নাইজেরিয়া প্রথমে ব্যাট করে ২০ ওভারে করেছিল ২৭১ রান।