নিউজ ডেস্ক: দীর্ঘ শুষ্ক আবহাওয়ার শীঘ্রই অবসান হতে চলেছে জম্মু ও কাশ্মীরে। ডিসেম্বরের শুরুতেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। কাশ্মীরের আঞ্চলিক আবহাওয়া দফতর জানিয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা ৩০ নভেম্বর থেকে জম্মু ও কাশ্মীরকে প্রভাবিত করতে পারে, এরই প্রভাবে ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ নভেম্বর সন্ধ্যা থেকে ১ ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। গুলমার্গ, সোনমার্গ, পহেলগামে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং সমতলে হতে পারে বৃষ্টি।