নিউজ ডেস্ক: ত্বকের পরিচর্যায় ঘরোয়া উপকরণ ব্যবহারের পরামর্শ সবসময়েই দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। বাজারচলতি প্রোডাক্টের তুলনায় প্রাকৃতিক উপকরণ ত্বকের যত্নের জন্য শতগুণে ভাল। তেমনই একটি জিনিস হল দুধ। ত্বকের পরিচর্যায় কাঁচা দুধ ব্যবহার করতে হবে। অর্থাৎ ফুটিয়ে নেওয়ার আগে যে দুধ থাকে সেটা ব্যবহার করা উচিত ত্বকের যত্নের ক্ষেত্রে। আপনি চাইলে বাড়িতে ফেসপ্যাক কিংবা ফেস-মাস্ক বা ফেস স্ক্রাব তৈরি করার সময় গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন।
দুধ সবচেয়ে ভাল ক্লেনজার। তাই কাঁচা দুধ দিয়ে ত্বক পরিষ্কার করলে সবচেয়ে বেশি উপকার পাবেন। তুলো দুধে ভিজিয়ে তা দিয়ে আলতো হাতে মুখ পরিষ্কার করে নিন। তারপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। যাঁরা নিয়মিত বাড়ির বাইরে বেরোন তাঁরা এই পদ্ধতিতে ত্বক পরিষ্কার করে দেখতে পারেন, উপকার পাবেন। এছাড়াও শীতকালে দুধের সাহায্যে ত্বকের পরিচর্যা করলে ত্বক থাকবে নরম-আর্দ্র অর্থাৎ মোলায়েম। ত্বকে ময়শ্চারাইজারের কাজ করবে দুধ। দুধের সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারলে ত্বকের বিভিন্ন র্যাশ, ব্রন, অ্যালার্জি দূর হবে।
দুধের সর দিয়ে ত্বকের পরিচর্যা করলেও অনেক উপকার পাবেন। দূর হবে কালচে দাগছোপ। ফিরবে ত্বকের জেল্লা এবং মোলায়েম ভাব। দুধের সরের সঙ্গে হলুদ মিশিয়ে ব্যবহার করতে পারলে ত্বকে সবচেয়ে ভাল স্ক্রাবিংয়ের কাজ করবে।