নিউজ ডেস্ক: রাজধানী দিল্লির বাতাস মঙ্গলবারও দূষিতই থাকল। এদিন সকালেও ধোঁয়াশার পুরু চাদরে আচ্ছন্ন থাকল দিল্লি-এনসিআর। বাতাসের গুণগতমান (একিউআই) ছিল খারাপ পর্যায়েই। ধোঁয়াশার পুরু চাদর গ্রাস করে দিল্লিকে। দূষণের কারণে এদিন সকালেও প্রাতঃভ্রমণে বেরোনো মানুষজন শ্বাসকষ্ট অনুভব করেন।
দিল্লির ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম সর্বত্রই ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। শুধুমাত্র দিল্লি নয়, মঙ্গলবার সকালে ধোঁয়াশাচ্ছন্ন ছিল উত্তর প্রদেশের মোরাদাবাদ, বাণিজ্যনগরী মুম্বইও ধোঁয়াশার পুরু চাদরে ঢেকে যায়।
অন্যদিকে দূষণের পাশাপাশি দিল্লিতে যমুনা নদীর জল এখনও বিষাক্ত অবস্থায় রয়েছে। এদিন সকালেও দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়। যমুনার জলের এই দূষণ মোটেও কমছে না।