নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন একনাথ শিন্ডে। মঙ্গলবার সকালে রাজভবনে গিয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন একনাথ শিন্ডে। এই সময়ে দুই উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিসও উপস্থিত ছিলেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি, শিবসেনা এবং এনসিপি-র সমন্বয়ে গঠিত মহাযুতি জোট জয়ী হয়েছে। মহারাষ্ট্রে নতুন সরকারের শপথগ্রহণ এখন শুধুই সময়ের অপেক্ষা। কে হতে চলেছেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী, তা নিয়েও জল্পনা চলছে।
মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশকে (Devendra Fadnavis) বিজেপি তো বটেই, জোট শরিক অজিত পাওয়ারের এনসিপিও সমর্থন জানিয়েছে বলে সূত্রের খবর। এদিকে অপর শরিক তথা মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হয়ে সমর্থনে ঝাঁপিয়েছে শিবসেনা। মঙ্গলবার বিধানসভার মেয়াদ ফুরোলেও তাই মুখ্যমন্ত্রী কে হবেন, সেই জল্পনা থেকেই গেল।