নিউজ ডেস্ক: মালদার মানিকচকের মথুরাপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম মনোজ ঘোষ (৪৫)। তিনি পেশায় দিনমজুর। মালদার রতুয়া থানার মাকাইয়া গ্রামের বাসিন্দা। তবে গত ১৫ বছর ধরে মানিকচকের মথুরাপুরে গোয়ালপাড়ায় শ্বশুরবাড়িতেই থাকছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে স্ত্রী তারা ঘোষের সঙ্গে ঝগড়া হয় মনোজবাবুর। তারপরেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে ভূতনি ব্রীজ সংলগ্ন আমবাগানে মনোজবাবুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।