নিউজ ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সনাতনী সম্প্রদায়ের লোকজন। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট পঞ্চগড়ের আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধীন সনাতনী সম্প্রদায়ের লোকজন শহীদ মিনারে জমায়েত হতে থাকেন। এই সময় ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি-সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট পঞ্চগড়ের আহ্বায়ক ভক্তি প্রসাদ জনার্দন মহারাজ, সনাতনী অধিকার আদায় আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক দিপু রায়, অমিত বণিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদ্ম লোচন দে, দফতর সম্পাদক মধুসূদন বণিক রণিক প্রমুখ।