নিউজ ডেস্ক: সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে অসমের শ্রীভূমি জেলায়ও আজ ২৬ নভেম্বর মঙ্গলবার সংবিধান দিবস পালন করা হয়েছে। এদিন বিকাল তিনটায় শ্রীভূমি জেলাশাসকের কার্যালয় সভাকক্ষে সমস্ত আধিকারিক ও কর্মচারীদের সংবিধানের প্রস্তাবনা পাঠ করান অতিরিক্ত জেলাশাসক মিনার্ভা দেবী আরামবাম।
অনু্ষ্ঠানে আরও দুই অতিরিক্ত জেলাশাসক উদয়শংকর দত্ত ও অমৃতপ্রভা দাস, মহকুমাশাসক (সদর) দেবাশিস বরা, দুই সহকারী কমিশনার প্রিয়াঙ্কা ইয়ামনাম ও অন্বেষা খেরসা, ডিডিএমএ-র ডিপিও সিজু দাস সহ জেলাশাসক কার্যালয়ের আধিকারিক ও কর্মচারীরা অংশগ্রহণ করে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেছেন। এদিকে অনুরূপভাবে আজ একই সময় জেলার রাজস্ব চক্র, খণ্ড উন্নয়ন কার্যালয়, জেলার বিভিন্ন বিভাগীয় কার্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানেও সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়েছে।