নিউজ ডেস্ক: ‘গ্রিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হবে বাংলা ছবি ‘কারণ গ্রিস আমাদের দেশ না’ অথবা ‘ব্লু-ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট’। সিনেমাতে অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত একজন হতাশাগ্রস্ত চিত্র পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন। সামাজিক মাধ্যমে পরিচালক জানিয়েছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সিনেমা ‘কারণ গ্রিস আমাদের দেশ না’ অথবা ‘ব্লু-ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট’ গ্রিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেয়েছে। আমরা খুশি ও সম্মানিত। টিমের সকল সদস্যকে অভিনন্দন।”
সুদীপ্ত লাহা পরিচালিত প্রথম ফিচার ফিল্ম এটি। পরিচালক বলেন, “আমার মনে হয় শুধুমাত্র গল্প নয়, মানুষকে আকর্ষণ করে এথিকাল ও মরাল ডিলেমার মধ্যে দিয়ে যাওয়া কোনও ব্যক্তি বিশেষের অবস্থান এবং পারিপার্শ্বিক সবকিছুর প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি। সিনেমাটা কতটা ‘ভালো’ সেটার থেকেও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ একটা সম্পূর্ণ ম্যানিপুলেশান বর্জিত সিনেমা বানানো। তাই সিনেমায় কোনওরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়নি। বেশিরভাগ সিনের মাঝে কোনও কাট নেই এবং ক্লোজ শটের ব্যবহার প্রায় নেই বললেই চলে।” জানা গিয়েছে ওয়ান টেক-এ শট হয়েছে প্রত্যেকটি দৃশ্যের। মাত্র সাতদিনে ছবিটির কাজ শেষ করেছেন পরিচালক ।