নিউজ ডেস্ক: এবার শীতে ঘুরে আসুন চায়ের বাগান, ছোট টিলা ঘেরা এক ছোট্ট পাহাড়ি গ্রাম ধাঁয়াটার গাঁও। নৈসর্গিক দৃশ্যের অধিকারী হলেও একমাত্র সেরকম ভ্রমণপিপাসু না হলে পর্যটকরা খুব একটা ভিড় জমান না সেসব জায়গায়। সেরকমই এক জায়গা ধাঁয়াটার গাঁও। দার্জিলিং কিংবা কালিম্পংয়ের মতো ভিড় নেই এখানে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বললেও অত্যুক্তি হয় না। বর্তমানে ধুপি গাছ আর পাইনে ঘেরা ধাঁয়াটার গাঁও বহু প্রকৃতি প্রেমীদের আকর্ষণ হয়ে উঠেছে।
শিলিগুড়ি থেকে ধাঁয়াটার গাঁওয়ের (Dhayatar Gaon) দূরত্ব মাত্র ৬৭ কিলোমিটার। তবে দার্জিলিং শহর থেকে খুব একটা দূরে নয়, মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। এই গ্ৰামের সৌন্দর্যের স্বাদ নিতে নিতে আপনি হারিয়ে যাবেন কোনও এক অজানা আস্তানায়। একদম কোলাহল মুক্ত পরিবেশ। এই গ্রামেই পেয়ে যাবেন ছোট্ট হোম স্টে। সেই হোমস্টেগুলির খাবার যেন সুস্বাদু তেমনই উষ্ণ তাদের আতিথিয়তা।
খরচ খুব একটা বেশি নয়। ১,৫০০ টাকা মাথাপিছু প্রতিদিন। এই প্যাকেজেই থাকছে তিন বেলার খাবার। প্রাতঃরাশ, সন্ধেবেলার স্ন্যাকস এবং ডিনার। মধ্যাহ্নভোজের খাবারের খরচ আলাদা। নিউ জলপাইগুড়ি থেকে গাড়িভাড়া লাগবে ৩৫০০ টাকা।