নিউজ ডেস্ক: সবে বাংলা জুড়ে শীতের জোরালো আমেজ বাড়তে শুরু করেছে। শহর থেকে জেলা, সর্বত্র অনুভূত হচ্ছে ঠান্ডার অনুভূতি। তবে এরই মাঝে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের এই দুই পার্বত্য জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী শনিবার উপকূলের জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি অংশে হালকা বৃষ্টি হতে পারে।
গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। যা ধীরে ধীরে আরও শক্তি বাড়িয়ে প্রবল সাইক্লোনের আকার নিয়েছে। যার ফলে তামিলনাড়ু, পুদুচেরি সহ একাধিক জায়গায় এই ঝড়ের প্রভাব পড়বে। ইতিমধ্যে এই সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোনের প্রভাব বাংলায় সরাসরি প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে বঙ্গে বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস।