নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে আসা চিতা ‘নিরভা’-র দুই শাবকের। ২৭ নভেম্বর (বুধবার) ওই দুই চিতা শাবকের মৃত্যু হয়েছে। কিছু দিন আগেই ‘নিরভা’-র শাবকের জন্ম দিয়েছিল, আর বৃহস্পতিবার এল দুঃসংবাদ। বন্যপ্রাণী কর্মকর্তারা দুই চিতা শাবককে মৃত অবস্থায় দেখতে পান বুধবার। কুনো পার্কের পরিচালক উত্তম কুমার শর্মা বলেছেন, শাবকদের মা যখন ডেন সাইট থেকে সরে আসে তখন বন্যপ্রাণী বিভাগ তাদের মৃত অবস্থায় খুঁজে পায়। তাদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।