নিউজ ডেস্ক: রামপ্রসাদ থেকে শুরু করে বামাখ্যাপা সহ একাধিক চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। তবে অভিনেতা এবার ক্যামেরার নেপথ্যে। একেবারে পরিচালকের আসনে। স্বরচিত গল্প এবং পরিচালিত শর্টফিল্ম ‘নিষ্পত্তি’ নিয়ে এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিদ্বন্দ্বিতা করবেন সব্যসাচী।
নিষ্পত্তি ছবিটির গল্পও লেখা সব্যসাচী চৌধুরীর। তিনিই পরিচালনা করেছেন। মুখ্য ভূমিকায় অভিনয়ে দেখা যাবে সুমন্ত মুখোপাধ্যায়কে। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন পায়েল দেও। এছাড়া অন্যান্য চরিত্রে দেখা মিলবে রূপম সিংহ এবং মৃদুল এম মজুমদারকে। জানা গিয়েছে এই ছবিটি ১৯ মিনিটের। গল্পে উঠে আসবে এক বৃদ্ধের কথা যে জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন। আর সেই কারণগুলোর জন্য শেষ হয়েছে তাঁর পারিবারিক জীবন। এমন সময় এক অলৌকিক ঘটনা ঘটে যায়। হঠাৎ করেই তাঁর এক পুরোনো বন্ধু কোথা থেকে এসে তাঁর জীবনে ১ মিনিট উপহার দিতে চায়। তারপর কী ঘটে সেটা নিয়েই এই ছবি।
যদিও কোনও চলচ্চিত্র উৎসবকে মাথায় রেখে অবশ্য এই ছবি করেননি তাঁরা। তবে এবার সেই স্বল্পদৈর্ঘের ছবি কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ইন্ডিয়ান শর্ট ফিল্মস বিভাগে মনোনীত হতেই আগামীর জন্য সাহস পেলেন তাঁরা।