নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের কানপুরে বন্ধ মাদ্রাসা থেকে উদ্ধার হল ১৬ বছরের এক নাবালকের কঙ্কাল। বিগত দুই বছর ধরে মাদ্রাসাটি বন্ধ ছিল। বৃহস্পতিবার ওই মাদ্রাসা থেকে উদ্ধার হয় নরকঙ্কাল। ঘটনাটি ঘটেছে কানপুরের জাজমৌউ থানার অন্তর্গত পোখারপুরে।
ডেপুটি কমিশনার (পূর্ব) শ্রী রাজেশ কুমার শ্রীবাস্তব বলেছেন, “আজ আমরা একটি মাদ্রাসার বিষয়ে তথ্য পেয়েছি, যেটি আগে চালু ছিল, কিন্তু প্রায় দুই বছর আগে বন্ধ হয়ে যায়। আমরা সেখানে একটি কঙ্কাল পাওয়ার খবর পেয়েছি এবং সঙ্গে সঙ্গে পুলিশকে সতর্ক করা হয়েছে৷ পুলিশের ফিল্ড ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শুরু হয়েছে।”