নিউজ ডেস্ক: কলকাতায় ফের জাল নোটের হদিশ। বৃহস্পতিবার সকালে ধর্মতলায় বাসস্ট্যান্ড থেকে ৩ লক্ষ টাকার জাল নোট-সহ এক ব্যক্তিকে পাকড়াও করেছে এসটিএফ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মালদা থেকে কলকাতায় এসেছে। এই ঘটনার নেপথ্যে জাল নোটের কারবারিরা রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই মানোয়ার শেখ নামে এক ব্যক্তিকে পাকড়াও করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মানোয়ার শেখ মালদার কালিয়াচক থেকে কলকাতায় এসেছিল। এই জাল নোট তিনি অন্য কোথাও পাচারের পরিকল্পনা করেছিলেন বলেই প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।