নিউজ ডেস্ক: আদানি ইস্যুতে বৃহস্পতিবারও উত্তাল হয়ে উঠল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বিরোধীরা আদানি ঘুষ-কাণ্ডে আলোচনার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন, তীব্র স্লোগানের মধ্যে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। অধিবেশন শুরু থেকেই আদানি ঘুষ কাণ্ডে আলোচনার দাবি জানান বিরোধীরা। বিরোধীদের দাবিকে ঘিরে উত্তাল হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। তাই দুপুর বারোটা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পাশাপাশি রাজ্যসভার অধিবেশনও দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে।