নিউজ ডেস্ক: ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের পর এবার বাংলাদেশে গ্রেফতার আরও এক মহারাজ। সনাতন জাগরণ ঐক্য জোটের সন্ত মহারাজ স্বরূপ দাসকে গ্রেফতার করেছে ইউনূস সরকার। তিনি চট্টগ্রামের হাটাজারির গৌরাঙ্গ বাড়ির অধ্যক্ষ
গত ২৫ নভেম্বর বাংলাদেশের বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে। এবার গ্রেফতার করা হল সন্ত মহারাজ স্বরূপ দাসকে। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ, কোন অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি এবং তাঁকে আদালতে পেশের দিন সংঘর্ষের মাঝে এক আইনজীবীর মৃত্যুর ঘটনা ঘটার পর থেকেই বাংলাদেশে ইসকনকে ‘মৌলবাদী সংগঠন’ উল্লেখ করে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুলেছে। ইউনূস সরকারও ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। এদিকে, জামাতরাও হুঁশিয়ারি দিয়েছে যে ইসকনকে নিষিদ্ধ না করলে, আরও হামলা হবে। ইতিমধ্যেই শিবচরে ইসকনের মন্দির জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে।