নিউজ ডেস্ক: ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনূর্ধ্ব ১৯ ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হবে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৩ থেকে ১২ ডিসেম্বর। অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজটির জন্য বুধবার রাতে বিসিসিআই ভারতের মহিলা অনূর্ধ্ব-১৯ এ এবং মহিলা অনূর্ধ্ব-১৯ বি স্কোয়াড ঘোষণা করেছে।
ভারতের মহিলা অনূর্ধ্ব-১৯ এ স্কোয়াড : সনিকা চালকে ( অধিনায়ক ), জি ত্রিশা ( সহ অধিনায়ক ), জি কাব্য শ্রী, ভাবিকা আহিরে ( উইকেট কিপার ), জোশিথা ভিজে, হার্লি গালা, ষষ্ঠী মণ্ডল, সিদ্ধি শর্মা, সোনম যাদব, গায়ত্রী সুরভাসে, চাঁদনি শর্মা , শুভ কুমারী, শবনম, বিদিশা দে, প্রপ্তি রাভাল।
ভারতের মহিলা অনূর্ধ্ব-১৯ বি স্কোয়াড : নিকি প্রসাদ (অধিনায়ক ), কমলিনী জি (উইকেট রক্ষক ) (সহ অধিনায়ক), মহান্তি শ্রী, ঈশ্বরী আওয়াসারে, মিথিলা বিনোদ, আয়ুষী শুক্লা, কেশরী ধৃতি, পারুনিকা সিসোদিয়া, বৈষ্ণবী শর্মা, পার্শবী চোপড়া, নন্দনা এস, আনাদি তাগদে, অনিন্দিতা কিশোর, সুপ্রিয়া আরেলা, ভারতী উপাধ্যায়।
সময়সূচী :
ডিসেম্বর ৩ : ভারত মহিলা অনূর্ধ্ব-১৯ এ বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা অনূর্ধ্ব-১৯
ডিসেম্বর ৪ : ভারত মহিলা অনূর্ধ্ব-১৯ বি বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা অনূর্ধ্ব-১৯
ডিসেম্বর ৬ : ভারত মহিলা অনূর্ধ্ব-১৯ এ বনাম ভারত মহিলা অনূর্ধ্ব-১৯ বি
ডিসেম্বর ৭ : ভারত মহিলা অনূর্ধ্ব-১৯ এ বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা অনূর্ধ্ব-১৯
ডিসেম্বর ৯ : ভারত মহিলা অনূর্ধ্ব-১৯ বি বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা অনূর্ধ্ব-১৯
ডিসেম্বর ১০ : ভারত মহিলা অনূর্ধ্ব-১৯ এ বনাম ভারত মহিলা অনূর্ধ্ব-১৯ বি
ডিসেম্বর ১২ : ফাইনাল