নিউজ ডেস্ক: ১৮ বছরের দাম্পত্যে ইতি। পাকাপাকিভাবে বিচ্ছেদে সিলমোহর পড়ল ধনুষ ও ঐশ্বর্যা রজনীকান্তের। চেন্নাইয়ের এক পারিবারিক আদালত আইনি বিচ্ছেদে সিলমোহর দিয়েছে বুধবার। দীর্ঘদিন ধরেই তাঁদের দাম্পত্যে টানাপোড়েন চলছিল। তাঁরা দীর্ঘদিন ধরেই আলাদা থাকছিলেন। অবশেষে আইনিভাবে তাঁদের বিচ্ছেদে সিলমোহর পড়ল।
চেন্নাইয়ে ২০০৪ সালে মহা ধূমধামে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধনুশ ও সুপারস্টার রজনীকান্তে বড় মেয়ে ঐশ্বর্য ৷ ১৮ বছরের মিষ্টি মধুর দাম্পত্য জীবনে অবশেষে ইতি টানলেন তাঁরা৷ যৌথভাবে তাঁরা এক স্টেটমেন্ট সামনে এনেছেন ৷ সেখানে লেখা, “১৮ বছর আমরা একে অপরের সঙ্গে বন্ধু হিসাবে, দম্পতি হিসাবে, শুভাকাঙ্খী হিসাবে ও সন্তানের বাবা-মা হিসাবে ছিলাম ৷ এই জার্নির মধ্য দিয়ে একে অপরের সঙ্গে গড়ে ওঠে বোঝাপোড়া, অ্যাডজাস্ট ও অ্যাডাপ্টিং ৷”