নিউজ ডেস্ক: কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে শুক্রবার। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশেপাশে থাকবে৷ শুক্রবার সকালে কলকাতায় শীতের আমেজ অনুভূত হয়েছে। পাশাপাশি হালকা শীতের আমেজ সকালে শহরতলি থেকে গ্রাম সর্বত্র অনুভূত হয়েছে। এদিকে, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ফেনজলের সরাসরি প্রভাব না পড়লেও তার জেরে সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলায়।
শনি ও রবিবার দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার উপকূল সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে উত্তরবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও মালদায়৷ যদিও আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে৷