নিউজ ডেস্ক: দুয়ারে উত্তুরে হাওয়া কড়া নাড়তে না নাড়তেই গাছভর্তি কমলালেবুর দেখা মিলল। তাও আবার কলকাতার আবহাওয়ায়। অবিশ্বাস্য হলেও সত্যি! আর এই অসম্ভবকে সম্ভব করেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এর আগে আবাসনের বাগানে জামরুল, ফ্ল্যাটের ব্য়ালকনিতে চোদ্দ শাক ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। এবার সেই তালিকায় জুড়ল কমলালেবু। আর গাছ ভর্তি ফল দেখে অভিনেত্রী একেবারে আহ্লাদে আটখানা!
নিজেই সেই কমলালেবুর গাছ দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সম্প্রতি মিমির শেয়ার করা ভিডিওতেই দেখা গেল, পুকুরপারের গাছে ঝাঁকে-ঝাঁকে কমলালেবু হয়েছে। কোনওটা পাকা, আবার কোনওটায় পাক ধরেনি! আকারে ছোট হলেও এই মরশুমে কলকাতার মতো আবহাওয়ায় কমলালেবু ফলানো মুখের কথা নয়। শুধু তাই নয়, মিষ্টি কুলের গাছও নিজে হাতেই রোপন করেছেন বলে জানালেন তিনি। যদিও তাতে এখনও ফল ধরেনি। তবে অভিনেত্রী বেশ আশাবাদী সেই গাছ নিয়েও।