নিউজ ডেস্ক: সম্ভলে হিংসার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। শাহি জামা মসজিদে আদালতের সমীক্ষার নির্দেশ ঘিরে অশান্তি এবং মৃত্যুর ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গড়ল উত্তর প্রদেশ সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবেন্দ্র কুমার অরোরা এই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন। কমিটি দুই মাসের মধ্যে সরকারের কাছে তদন্ত করে প্রতিবেদন জমা দেবে।
জানা গেছে, বিচারপতি অরোরা ছাড়াও কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস অমিত মোহন প্রসাদ এবং প্রাক্তন ডিজিপি জৈন। সম্ভলের জামা মসজিদ সমীক্ষা করতে যাওয়া দলটির জন্য জেলা প্রশাসন ও পুলিশ কী ব্যবস্থা করেছিল তাও খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কী করা যেতে পারে, সেই বিষয়েও কমিটির কাছে পরামর্শ চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২৪ নভেম্বর উত্তর প্রদেশের সম্ভলে জামা মসজিদের সমীক্ষা চলাকালীন একটি বিশেষ সম্প্রদায়ের লোকজন বিপুল সংখ্যায় জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অভিযোগ, সমীক্ষকদের ওপর হামলা চালানো হয়। এমনকি পুলিশ-প্রশাসনের আধিকারিকরাও আহত হন। সম্ভল-কাণ্ডে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। বেশ কয়েকটি যানবাহনও পুড়িয়ে দেওয়া হয় বলে খবর।